হার্ট এট্যাক হলে কি করবেন? দেখেন ডাকেন চাপতে থাকেন.

ছবিঃ Petra Rabbit


গত শনিবার জার্মানির উনিভার্সিটি অফ গ্রাইফসবাল্ট এর ইউনিমেডিসিন ও গ্রাইফসবাল্ট  জেলা একসাথে ৫০০ মানুষ কে প্রশিক্ষণ দেয় কি ভাবে  একজন মানুষ কে কার্ডিয়াক এরেস্ট থেকে বাঁচানো যায়। এখানে যারা এসেছিল তারা তাদের সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এসেছিল,  কোন প্রকার পুরষ্কার করার বা রেকর্ড গরার জন্য এসেছিল না। এর মুল মন্ত্র ছিল তিনটি প্রুফেন, রুফেন এবং  ড্রুকেন যার বাংলা অর্থ দাড়ায় পরীক্ষা করুন, ডাকুন এবং চাপুন। অর্থাৎ একজন মানুষ বুকে ব্যাথা অনুভব হলে সাথে সাথে কি করবেন? প্রথমে তাকে দেখুন তার কি অবস্থা তারপর ডাক্তার বা এ্যাম্বুলেন্স কে কল করুন এবং ডাক্তার না আসা পর্যন্ত রোগীর বুকে এক হাতের উপর আরেকে হাতের তালু রেকে চাপতে থাকুন। এখনে জীবন বাচানোর মন্ত্র সেখানো হয়েছে, কারন এই সব রোগীর ২-১ মিনিটেই মৃত্যু হতে পারে। শিক্ষা ছাড়াও যে মানুষের অনেক সামাজিক দ্বায়বদ্ধতা  থাকে তা এই সব দেশের মানুষ কে দেখলে বোঝা যায়। আপনার বা আমার একটু সচেতনতায় বাচিয়ে দিতে পারে একজন মানুষের জীবন।
তথ্যসুত্রঃ অষ্টসি-জাইতুং