জাতিসংঘ থেকে প্রস্তাবিত টেকসই উন্নয়ন লক্ষ্য বা Sustainable Development Goals বাংলাদেশের জন্য কতটুকো টেকসই ? এই গোল এর ৭ নাম্বার এ আছে AFFORDABLE AND CLEAN ENERGY কিন্তু এই ধারায় তারা solar, wind and thermal এর কথা জোর দিয়েছে, আদতে এটি বাংলাদেশের জন্য গ্রহনযোগ্য কি না? বাংলাদেশ এ এখন সোলার প্যানেল এর ব্যাবসা জমজমাট। কিন্তু এই সোলার প্যানেল স্থানীয় এলাকায় কি পরিমান ক্ষতি করতে পারে সে সম্পর্কে ধারনাই নেই। বড় সোলার প্যানেল গুলি স্থানীয় এলাকার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে তুলে। এর কারনে ফসলের ক্ষেতের evapotranspiration নষ্ট করে দেয়, ফলে ফসলের উৎপাদন কমে যায়। কারন সোলার প্যানেল যে পরিমান তাপ শোষণ করে তার যৎসামান্যই বিদুতে রূপান্তর করে বেশিভাগ ই পরিবেশ এ ছড়িয়ে দেয় ফলে বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে। বাংলাদেশের মত ঘনবসতি পুর্ন্য এলাকায় বেশি মাত্রায় সোলার প্যানেল বসালে এটি albedo ইফেক্ট তৈরি করবে ফলে সুর্যের আলো প্রতিফলিত করার বদলে শোষণ করবে এবং তাপমাত্রা বাড়িয়ে তুলবে। আর শহর এলাকায় এর প্রভাব হবে মারাত্বক, শহরের তাপমাত্রা বাড়িয়ে দেবে অনেক গুন। বাংলাদেশ ব্যাংক ঢাকায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ঋন দিচ্ছে। কিন্তু এই ঋন কি উন্নয়নের জন্য নাকি সমস্যা আড়ও বাড়িয়ে তোলার জন্য ? ঢাকার মত উত্তপ্ত শহর কে আরো উত্তপ্ত করতে ? সৌর বিদ্যুৎ মুলত মার্কিন যুক্তরাষ্ট্র, চিন বা ভারতের মত বড় দেশের জন্য যাদের অনেক বেশি জায়গা বিশেষ করে মরুভূমি বা পতিত জমি আছে তাদের জন্য। আমাদের মত ঘনবসতি পূর্ন্য এলাকা জাতিসংঘের চাপিয়ে দেওয়া নিতি আমাদের দেশের জন্য বস্তাবসম্মত নয়।