২০২০ সাল নাগাত পৃথিবীর তাপমাত্রা কমতে থাকব, ছোট আইস-এইজ দেখা দিতে পারে।

ছবিঃ GETTY


পৃথিবীর থার্মোস্ফেয়ার ক্রমাগত তাপ হারাচ্ছে। ভু-পৃষ্ঠ থেকে ১০০-৬০০ কিলোমিটার উপরে অবস্থান এই থার্মো-স্ফ্যায়ার। কেন এই তাপমাত্রার হ্রাস হচ্ছে? প্রতি ১১ বছর পর পর সুর্যের তপামাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে। যখন সুর্যের পৃষ্টে সান স্পটের পরিমাণ বেড়ে যায় তখন তাপ মাত্রা বাড়ে আবার যখন সান-স্পটের পরিমাণ কমে যায় তখন তাপমাত্রা কমে যায়। তাপমাত্র বাড়া -বা কমার জন্য দ্বায়ী ম্যাগনেটিক ওয়েভ । ২০১৭ সালের পরে সুর্যের গায়ে কোন সান-স্পট দেখা যায় নি, তাই পৃথিবিতে আগত ম্যাগনেটিক ওয়েভ ের পরিমাণ কমে গেছে।বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন The deepest Solar Minima of the Space Age।

Thermosphere Climate Index, Mlynczak et.al.

 যদি ২০২০  এর আগে কোন সান-স্পট দেখা না যায় তাহলে পৃথিবী ছোট-আইস এজের সম্মুখীন হবে, যা  ইউরোপ- আমেরিকায় ঘটেছিল ১৬৪৫-১৭১৫ সাল পর্যন্ত। এই আইস-এজের নাম দেওয়া হয়েছিল মাউন্ডার মিনিমাম, তখন এই সব অঞ্চলের তাপমাত্রা গড়ে  ১.৩ ডিগ্রি কমে গিয়েছিল। এই সময়ে যদি ঠিক মাউন্ডার মিনিমাম এর মত হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, খাদ্যের উৎপাদন কমে যাবে বিদ্যুতের ব্যাবহার বেড়ে যাবে পৃথিবীর বাইরে থাকা স্যটেলাইট গুলোর জীবনকাল বেড়ে যাবে 



সুত্রঃ 


Martin G. Mlynczak, Linda A. Hunt, James M. Russell, B. Thomas Marshall, Thermosphere climate indexes: Percentile ranges and adjectival descriptors, Journal of Atmospheric and Solar-Terrestrial Physics, https://doi.org/10.1016/j.jastp.2018.04.004

Mlynczak, M. G., L. A. Hunt, B. T. Marshall, J. M. RussellIII, C. J. Mertens, R. E. Thompson, and L. L. Gordley (2015), A combined solar and geomagnetic index for thermospheric climate. Geophys. Res. Lett., 42, 3677–3682. doi: 10.1002/2015GL064038.

Mlynczak, M. G., L. A. Hunt, J. M. Russell III, B. T. Marshall, C. J. Mertens, and R. E. Thompson (2016), The global infrared energy budget of the thermosphere from 1947 to 2016 and implications for solar variability, Geophys. Res. Lett., 43, 11,934–11,940, doi: 10.1002/2016GL070965